ভারতে কারা নির্যাতনের পর আরও ৫ বাংলাদেশিকে হস্তান্তর


ভারতে কারা নির্যাতনের পর আরও ৫ বাংলাদেশিকে হস্তান্তর

ভারতের মনুমুখ ও উদয়পুর থেকে আটক হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফিরিয়ে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দুই বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে রাতেই বিজিবি তাদের ফেনী মডেল থানায় সোপর্দ করে।

হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমার সাইদুজ্জামান ভূঁইয়া (২৯), একই উপজেলার নিজকালিকাপুর গ্রামের এমদাদ হোসেন (২৭), ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর সিংহনগরের গিয়াস উদ্দিন (২৯), নওগাঁর রাফি (২৫) এবং চাঁদপুরের কদরা গ্রামের আবুল বাশার (৫৫)। কাজের সন্ধানে ভারতে গিয়ে তারা গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে গত ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা তিন মাস কারাভোগের পর ১৬ আগস্ট পর্যন্ত কোয়ারেন্টাইনে ছিলেন। পরে বিএসএফের কাছে হস্তান্তর করা হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, আবুল বাশারকে ৯ জুন ভারতের উদয়পুর থেকে আটক করা হয় এবং তিনি এক মাস কারাভোগের পর দেশে ফেরত আসেন।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, বিজিবির মাধ্যমে পাঁচজনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় যাচাই চলছে এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ফেনীর সীমান্ত দিয়ে অন্তত চার দফায় অবৈধভাবে ৬৭ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করেছিল বিএসএফ। সে ঘটনায় দেশ-বিদেশে সমালোচনা উঠলেও এবার আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে নাগরিকদের ফেরত পাঠিয়েছে ভারতীয় বাহিনী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×