আমতলীতে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩৬ পিএম, ২৩ আগস্ট ২০২৫

বরগুনার আমতলীতে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালেই ওই বৃদ্ধকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের কেউ কেউ মনে করেছিলেন তিনি মানসিক ভারসাম্যহীন।
বিকেলে পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।