ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ


ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা ফেনী শহরের হাজারি রোড থেকে একটি পদযাত্রা বের করে মহাসড়কে অবস্থান নেন। তাদের দাবির মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এবং বোর্ড অব ট্রাস্টিজে পরিবর্তন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×