বগুড়ায় খাল থেকে ৬ গ্রেনেড উদ্ধার, আতঙ্ক ছড়ালো গ্রামে


বগুড়ায় খাল থেকে ৬ গ্রেনেড উদ্ধার, আতঙ্ক ছড়ালো গ্রামে

বগুড়া সদরের ছোট কুমিড়া গ্রামে একটি খালে পরিত্যক্ত ছয়টি গ্রেনেড পাওয়া গেছে। রবিবার বিকেলে সদর থানা পুলিশ ও সেনা সদস্যরা গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করার জন্য। তাদের উপস্থিতিতে গ্রেনেডগুলো কতদিন আগে সেখানে ফেলা হয়েছিল তা নির্ধারণ করা সম্ভব হবে।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছোট কুমিড়া ঝোপগাড়ি মার্কাজ মসজিদের পেছনের ছোট খালে গ্রেনেডগুলো পড়ে ছিল। গ্রামবাসীরা এগুলো পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে সদর থানায় খবর দেন। বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ প্রথমে চারটি গ্রেনেড উদ্ধার করে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে আরও দুটি গ্রেনেড বের করেন। সব মিলিয়ে ছয়টি গ্রেনেড নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

গ্রেনেড উদ্ধার হওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করছেন, এগুলো স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে।

সদর থানার ওসি জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্রেনেডগুলো স্বাধীনতা যুদ্ধের সময়ের নয়। তবে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা এসে বিষয়টি নিশ্চিত করতে পারবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×