শেখ হাসিনার ভাতিজাসহ ২৮ জনের নামে এনসিপি নেতার মামলা
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪৩ পিএম, ১৬ আগস্ট ২০২৫

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র এক নেতা। মামলায় সাবেক মেয়র, সাবেক এমপি ও শেখ হাসিনার ভাতিজাসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে রংপুরের পীরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন এনসিপির রংপুর বিভাগীয় সার্স কমিটির (শ্রমিক উইং) প্রধান হাফিজুর সরকার। তিনি উপজেলার মিঠিপুর ইউনিয়নের পানবাজার গ্রামের আব্দুস সামাদের ছেলে।
মামলায় নাম এসেছে শেখ হাসিনার ভাতিজা ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, সাবেক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, শেখ হাসিনার ভাতিজি জামাই ও জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম পিন্টু, বড়দরগা ইউনিয়ন চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, শানেরহাট ইউনিয়ন চেয়ারম্যান মেজবাহুর রহমান, পীরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না মাস্টার এবং পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়াসহ আরও অনেকের। এছাড়া ১৫০–২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, মামলার পরপরই পুলিশ পাঁচগাছি ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জুলাই আন্দোলনের এক দফা দাবিতে আয়োজিত ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে লাঠি, ধারালো অস্ত্র, ককটেল ও হাতবোমা নিয়ে মিছিলের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এতে অন্তত ২০ জন আহত হন এবং হামলাকারীরা উপস্থিতদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেয়।
এরপর ৬ জুলাই রাতে বাড়ি ফেরার পথে বাদী হাফিজুর সরকারও হামলার শিকার হন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা ভ্যান আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে, গলা টিপে হত্যার চেষ্টা চালায় এবং তার কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।