ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু


ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন কেনা অটোরিকশা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জরিনা বেগম (৪০) নামে এক গৃহবধূ মারা গেছেন।

শনিবার ভোরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা সফর উদ্দিনের স্ত্রী।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, শুক্রবার রাতে জরিনার প্রতিবেশী আরিফুল ইসলাম একটি নতুন অটোরিকশা কেনেন এবং তা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন।

শনিবার ভোরে সেই অটোরিকশা দেখতে গিয়ে জরিনা বেগম স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×