আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে অনুপ্রেরণা যুগিয়েছে: শিবির সভাপতি


আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে অনুপ্রেরণা যুগিয়েছে: শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা যেত। তিনি আরও বলেন, রংপুরের আবু সাঈদ জীবন ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। শিক্ষার্থীরা আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ আয়োজন করা কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার সকল স্কুল ও মাদরাসার কৃতী শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তুমি কোন পরিবারে, কোন বংশে জন্ম নিয়েছো, তা বড় বিষয় নয়। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। এভাবে তোমার স্বপ্ন পূরণে চেষ্টা করলে সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।”

‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী। জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় প্রায় চার হাজার কৃতী শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×