শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ


শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে এবার যমুনা সেতু অবরোধ করে কঠোর প্রতিবাদ শুরু করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে যমুনা সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধ করে তারা ঢাকা ও উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।

এ অবরোধের ফলে যমুনা সেতু দিয়ে যাওয়া আসা সব যানবাহন বন্ধ রয়েছে, যার কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রী ও মালামাল পরিবহন বিপাকে পড়েছে। জানা গেছে, প্রতিদিন এই সেতুর মাধ্যমে উত্তরবঙ্গের ২২ জেলার প্রায় ১৮ হাজার যানবাহন পারাপার হয়। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়েছে এবং যাত্রীরা দিশেহারা অবস্থায় পড়েছেন।

শিক্ষার্থীরা দাবি করছেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করা হোক।” তারা আরও জানিয়েছেন, “আন্দोलन ততদিন চলবে, যতদিন না তাদের দাবি মেনে নেওয়া হয়।”

এর আগে গতকাল বুধবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই কর্মসূচির কারণে ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন আটকা পড়ে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২৬ জুলাই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আন্দোলন শুরু করেন। এর পর থেকে বগুড়ানগরবাড়ী মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাসের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।

তবে প্রশাসনের কোনও সাড়া না পেয়ে গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রবিবার মহাসড়ক অবরোধের মাধ্যমে আন্দোলন জোরদার করা হয়। রবিবার প্রায় দুই ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। পাশাপাশি শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণ ও সেমিনার আয়োজন করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×