ঘুম থেকে ডেকে তুলে যুবককে ছুরিকাঘাতে হত্যা


ঘুম থেকে ডেকে তুলে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম এলাকায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে ডেকে এনে রাসেল আহম্মেদ (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাতের এই ঘটনা ঘটে চক সরতাজ সুলতানপুর পাড়ায়। নিহত রাসেল ওই এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে।

রাসেলের বাবা জানান, কয়েকজন অজ্ঞাত যুবক হঠাৎ তাদের বাড়িতে এসে ছেলেকে ডাক দিয়ে ঘুম থেকে তুলেছিল। বাইরে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা রাসেলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি বলেন, “তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কে বা কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা নিয়ে পরিবার এবং এলাকাবাসীর কেউই স্পষ্ট করে কিছু জানাতে পারেননি।

বগুড়ার নারুরি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হত্যার বিষয়ে তদন্ত চলছে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি হলে বিস্তারিত জানানো হবে।

 
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×