উজানের পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি ফের বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ১৫ হাজার মানুষ, তলিয়ে গেছে বিস্তীর্ণ কৃষিজমি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে রেকর্ড করা হয়েছে, যা ছিল ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার থেকে বাড়তি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগের দিন, বুধবার (১৩ আগস্ট) সকালে প্রথমবারের মতো পানি বিপৎসীমা অতিক্রম করে ৭ সেন্টিমিটার ওপরে উঠে, পরে কিছুটা কমে ৪ সেন্টিমিটার হয়। রাতভর বৃষ্টি ও উজানের ঢলে বৃহস্পতিবার ভোরে তা বেড়ে দাঁড়ায় ১১ সেন্টিমিটার। এরপর সকালে তা আরও বাড়ে।
পরিস্থিতির দ্রুত অবনতিতে অন্তত ৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ডিমলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম এবং চরাঞ্চল প্লাবনের কবলে পড়েছে।












