স্থায়ী ক্যাম্পাস অনুমোদনের দাবিতে রেল অবরোধ, বন্ধ ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১২:২৯ পিএম, ১৩ আগস্ট ২০২৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রকল্প অনুমোদনের দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে আন্দোলনকারীরা ঢাকা-ঈশ্বরদী রেলপথে অবস্থান নেন।
এই অবরোধের কারণে সিল্কসিটি ও ধূমকেতু আন্তঃনগর ট্রেন আটকে পড়ে, ফলে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল ১০টার দিকে স্থানীয় ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত এবং ওসি রাকিবুল ইসলাম শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তারা সরে যাননি।
আন্দোলনকারীরা জানান, ৯ বছরেও স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হয়নি। ডিপিপি সাতবার পরিবর্তন হয়ে ১০ হাজার কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। যদিও এটি গত ২৬ জুলাই একনেক সভায় উপস্থাপনের কথা ছিল, তবুও বিলম্বের কারণে তা ঝুলে যায়।
তারা অভিযোগ করেন, প্রস্তাবিত জমির অধিকাংশ স্থানীয়দের দখলে। পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিয়ে কিছু নেতা ও সংগঠক স্থাপন কাজে বাধা সৃষ্টি করছেন, যার ফলে একনেক বৈঠকে পরিবেশ উপদেষ্টা ভেটো দেন।
উল্লাপাড়া স্টেশনের মাস্টার মো. মনিরুল ইসলাম জানান, সকাল ৯টা ৫ মিনিটে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ শুরু করেন। এর ফলে ধুমকেতু ট্রেন জামতৈল এবং সিল্কসিটি ট্রেন লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকে পড়ে। পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও রেল শিডিউলে বিপর্যয় ঘটতে পারে।
প্রসঙ্গত, ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মাধ্যমে আন্দোলন শুরু হয়। ১৮ দিন ধরে চলছে নানা কর্মসূচি, যার মধ্যে রয়েছে সড়ক অবরোধ, প্রতীকী ক্লাস, মানববন্ধন এবং সর্বশেষ রেল অবরোধ।