মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০


মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

কিশোরগঞ্জের করিমগঞ্জে চলন্ত গাড়ি থেকে কাদা ছিটিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষ ঘটে। এই বিবাদ মসজিদের মাইকে ঘোষণা করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

সোমবার সকালেই করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এই ঘটনা ঘটে। তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে তাজুল ইসলাম (২৫) বাড়ি থেকে গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসছিলেন পাশের গ্রামের মাসুদ মিয়া। মাসুদের মোটরসাইকেল থেকে কাদা ছিটকে পড়ে তাজুল ইসলামের শরীরে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হলে মাসুদ ক্ষিপ্ত হয়ে তাজুলকে মারধর করেন।

পরবর্তীতে সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মাইকে বিরোধীদের মধ্যে ঘোষণা দেওয়া হয় এবং দেশীয় অস্ত্রসহ সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের প্রায় ৩০ জন লোক আহত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

করিমগঞ্জ থানার ওসি মাহবুব মোর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, “অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×