যশোরে থানায় হুমকি দেওয়া জামায়াত নেতা গ্রেপ্তার


যশোরে থানায় হুমকি দেওয়া জামায়াত নেতা গ্রেপ্তার

যশোরের কেশবপুর থানায় অনধিকার প্রবেশ করে পুলিশের সঙ্গে উত্তেজনাকর আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার, ৬ আগস্ট এ ঘটনায় গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি অ্যাডভোকেট অজিয়ার রহমান। তিনি জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি এবং ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি। এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস। বিষয়টি তিনি বৃহস্পতিবার, ৭ আগস্ট সকালে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ৪ আগস্ট তার চাচাতো ভাই শহিদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর ওই মামলায় শহিদুলের নাম আসামি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষিপ্ত হন অজিয়ার। এরপর তিনি কেশবপুর থানায় গিয়ে পুলিশের প্রতি অশালীন ভাষায় কথা বলেন এবং হুমকি দেন।

থানায় ঢুকে এমন আচরণের জেরে উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়েছে—থানায় বেআইনিভাবে প্রবেশ, সরকারি কাজে বাধা দেওয়া ও হুমকি প্রদানের মতো অপরাধে। পরদিন বুধবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইমুন হাসান অভিযান চালিয়ে অজিয়ার রহমানকে গ্রেপ্তার করেন।

এসআই মোকলেছুর রহমান বলেন, “সম্প্রতি লক্ষীনাথকাঠি গ্রামের শহিদুল ইসলামের বিরুদ্ধে একজন বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় শহিদুল আসামি হওয়ায় রোববার থানায় এসে পুলিশকে গালিগালাজ ও হুমকি দেন অজিয়ার।”

ওসি আনোয়ার হোসেন জানান, “পুলিশের কার্যক্রমে বাধা সৃষ্টি ও হুমকির অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এদিকে, থানা চত্বরে অজিয়ার রহমানের এই আচরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি এক পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, “আওয়ামী লীগের লোক হিসেবে ওই চেয়ারে বসে আপনি কর্মকাণ্ড চালাচ্ছেন।” তখন পুলিশ কর্মকর্তা পাল্টা প্রশ্ন করেন, “আমি কেন রাজনীতি করব?”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। একজন আইনজীবী ও রাজনৈতিক নেতার এমন কর্মকাণ্ডে বিব্রত হয়ে পড়েছেন সহকর্মী আইনজীবী ও জামায়াতের নেতাকর্মীরাও।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×