শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে সুনামগঞ্জে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ
- সুনামগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:২৫ পিএম, ০৩ আগস্ট ২০২৫

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে উত্তেজনার জেরে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রোববার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের বাকবিতণ্ডার ঘটনায় এ সংকট তৈরি হয়। শ্রমিকদের দাবি, ওই ঘটনায় তাদের একজন সহকর্মীকে মারধর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সুনামগঞ্জ শহরের নতুন বাসস্টেশন থেকে একটি বাস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জে যাচ্ছিল। পথে শিক্ষার্থীদের সঙ্গে বাসের হেলপারের ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয়। অভিযোগ, একপর্যায়ে হেলপার এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সুবিপ্রবির রসায়ন বিভাগের এক শিক্ষার্থী আব্দুর রহমান জানান, “প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে একজন হেলপার শিক্ষার্থীকে ধাক্কা দিলে উভয় পক্ষ উত্তেজিত হয়ে পড়ে।”
ঘটনার পরপরই বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা শহরের নতুন বাসস্টেশন এলাকায় সড়ক অবরোধ করেন এবং বাস চলাচল বন্ধ ঘোষণা করেন।
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির জানান, “আমাদের একজন শ্রমিককে শিক্ষার্থীরা মারধর করেছেন। শ্রমিকরা এর প্রতিবাদে সড়কে নেমেছেন এবং বিচার দাবি করছেন।”
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। তবে বাস চলাচল কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।