কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ


কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ আগস্ট) রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টায় বাড়িতে ফেরার পথে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় কয়েকজন যুবক তাদের গতিরোধ করে পার্শ্ববর্তী একটি লিচুবাগানে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্তরা।

জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ছাড়া তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের ছয়জনকে আটক করেছে পুলিশ।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×