স্বাধীনতা একবার হয়, দুবার নয়: টুকু


স্বাধীনতা একবার হয়, দুবার নয়: টুকু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ আবারও তাদের ঐতিহাসিক অবস্থান তুলে ধরে বলেছেন, স্বাধীনতা একবারই অর্জিত হয় এর পুনরাবৃত্তি হয় না। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের জেসি রোডের পাঁচরাস্তা মোড়ে আয়োজিত এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।

টুকু বলেন, একটি দেশের স্বাধীনতা একবার ঘটে। আমাদের সেই অর্জনই দিয়েছে পতাকা, মানচিত্র ও সংবিধান। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনকে কেউ কেউ দ্বিতীয় স্বাধীনতা দাবি করলেও, এ ধরনের দাবিকে তিনি ইতিহাস বিকৃতি বলে অভিহিত করেন।

বাংলাদেশে রাজনীতি করতে হলে ১৯৭১-এর বাস্তবতা ও পাকিস্তানি শোষণের ইতিহাস মেনে নিতে হবে, যোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে টুকু বলেন, “এটি কিছু দল দাবি করলেও, সাধারণ মানুষ এই জটিল পদ্ধতিকে ঠিকভাবে বোঝে না। বিএনপি সবসময় নির্বাচন এবং জনগণের রায়ের ওপর বিশ্বাস রাখে। অতীতে যেমন ভোটের মাধ্যমে এসেছে, ভবিষ্যতেও জনগণের ভোটেই ক্ষমতায় ফিরতে চায়।” তিনি দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এতে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপি নেত্রী রুমানা মোর্শেদ কনকচাঁপা, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন সরকার, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।

সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন এবং জনসম্পৃক্ত রাজনীতির আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×