
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাবুরাপাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত গ্রুপ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) এর মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২৭ জুলাই) দুপুরে এ গোলাগুলির সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, “করল্যাছড়ি এলাকায় দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। তবে পাহাড়ি দুর্গম ওই অঞ্চলে পুলিশ পৌঁছাতে পারেনি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, জেএসএস (সন্তু গ্রুপ) এর কিছু সদস্য লোগাং উচ্চ বিদ্যালয় এলাকায় গেলে ইউপিডিএফ (প্রসিত) সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় গুলির শব্দ এখনো শোনা যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনা সম্পর্কে জানতে ইউপিডিএফ (প্রসিত) দলের সংগঠক অংগ্য মারমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনে সাড়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এতে মাঝেমধ্যেই সংঘর্ষ ও সহিংসতা দেখা যায়।