কুড়িগ্রামে ভারত থেকে কলাগাছের ভেলায় ভেসে এলো শিশুর লাশ


কুড়িগ্রামে ভারত থেকে কলাগাছের ভেলায় ভেসে এলো শিশুর লাশ

ভারত থেকে একটি কলাগাছের ভেলায় ভেসে আসা শিশু মরদেহ কুড়িগ্রামের দুধকুমার নদীতে দেখা যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা ঘাট এলাকায় ভেলাটি ভাসতে দেখে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলাগাছের গুঁড়ি দিয়ে তৈরি ভেলায় একটি চাটাইয়ের ওপর প্রায় ছয় বছর বয়সী শিশুর মরদেহ ছিল। লাশটি চাদর, মশারি ও পলিথিনে মোড়া অবস্থায় ছিল, শুধু মুখটি খোলা ছিল। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে শিশুটির নাম, ঠিকানা ও একটি ফোন নম্বর লেখা ছিল।

চিরকুটে উল্লেখিত তথ্য অনুযায়ী, শিশুটির নাম সুমীত দাস। তার পিতার নাম আকুমনি দাস এবং মায়ের নাম পদ্মা দাস। ঠিকানা দেওয়া ছিল আসামের ডেকাবঘাট লালবাড়ি এলাকা।

ঘটনাস্থলে উপস্থিত থাকা যাত্রাপুর এলাকার কলেজ শিক্ষার্থী ফারুক খান বলেন,
"সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়রা কলাগাছের ভেলায় একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে আমি সেখানে যাই। পরে লাশের পাশে থাকা চিরকুটে একটি ভারতীয় ফোন নম্বর দেখতে পাই। ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে অপরপ্রান্ত থেকে একজন সাড়া দেন। তিনি অনকু দাস নামে পরিচয় দিয়ে জানান, শিশুটি তার ভাগ্নে। তিনি আরও জানান, গত ১০ জুলাই সাপের কামড়ে শিশুটির মৃত্যু হলে তাকে একটি ভেলায় ভাসিয়ে দেওয়া হয়।"

এ বিষয়ে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন,
"শুনেছি শিশুটি নাকি সাপের কামড়ে মারা গেছে। তার স্বজনরা তাকে কলাগাছের তৈরি ভেলায় ভাসিয়ে দেন। তবে ভেলাটি কেউ আটকায়নি। দুপুরের পর জানতে পেরেছি ভেলাটি ব্রহ্মপুত্র নদীতে ভাসছিল।"

এমন হৃদয়বিদারক ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর দুঃখ এবং কৌতূহলের সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×