ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ সমাবেশ
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:০৭ পিএম, ২৫ জুলাই ২০২৫

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের উদ্যোগ, জঙ্গিবাদবিরোধী অভিযানের ‘নাটক’ দাবি, সমকামিতা ও ট্রান্সজেন্ডার স্বীকৃতি এবং পতিতাবৃত্তির বৈধতা দেওয়ার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বিক্ষোভ করেছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে মডার্ন মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতারা পরে সংক্ষিপ্ত সমাবেশে তাদের বক্তব্য তুলে ধরেন।
বক্তারা বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গঠিত রাষ্ট্র। এখানে জাতিসংঘের হস্তক্ষেপ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।” তারা আরও উল্লেখ করেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে এটা বিশ্বাসঘাতকতা।”
তারা অভিযোগ করেন যে, পতিতাবৃত্তিকে ‘সংহতি’ নামক একটি সংগঠনের মাধ্যমে সরকারি সাহায্য দিয়ে বৈধতা দেওয়া হচ্ছে, যা ইসলামি আদর্শ ও বাঙালি সংস্কৃতির বিরোধী।
সমাবেশ থেকে তারা পাঁচ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো— ১.জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল ২. সমকামিতা, ট্রান্সজেন্ডার পরিচয় ও লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করে আইন প্রণয়ন ৩. ‘জঙ্গি নাটক’ ও ভিত্তিহীন মামলা বন্ধ ৪. পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়ার সব প্রচেষ্টা বন্ধ এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা ৫. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
নেতারা সমাবেশে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, ‘এই সময়ের মধ্যে জাতিসংঘের অফিস বন্ধ না হলে, আমরা ছাত্র-জনতাকে নিয়ে কঠোর কর্মসূচিতে নামব।’
বক্তারা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, “এই সময়ের মধ্যে জাতিসংঘের অফিস বন্ধ না হলে, আমরা ছাত্র-জনতাকে নিয়ে কঠোর কর্মসূচিতে নামব।”
সমাবেশে সংগঠনের সভাপতি মো. জাহিদুর রহমান সভাপতিত্ব করেন। এছাড়া সহ-সভাপতি গোলাম রাব্বানী, লাতিফুর কবির মাহি, সাংগঠনিক সম্পাদক রিয়াহাত কবির অমিয় ও আরাফাতসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।