গাইবান্ধায় থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা


গাইবান্ধায় থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা

গাইবান্ধার সাঘাটা থানায় প্রবেশ করে এক অজ্ঞাত ব্যক্তি পুলিশের এক উপপরিদর্শকের (এএসআই) ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন ওই ব্যক্তি। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে থানার ভেতরে এই ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

পুলিশ জানায়, রাতে ডিউটিতে থাকা অবস্থায় হঠাৎই এক ব্যক্তি থানায় ঢুকে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করেন। হামলার পরপরই তিনি থানার পেছনে থাকা সাঘাটা হাই স্কুল সংলগ্ন পুকুরে ঝাঁপিয়ে পালিয়ে যান।

পরে পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় পুকুরটিতে তল্লাশি চালায়। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত ওই হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি।

আহত পুলিশ কর্মকর্তা মহসিন আলীকে তাৎক্ষণিকভাবে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার বিষয়ে সাঘাটা থানার ডিউটি অফিসার (এএসআই) লিটন মিয়া গণমাধ্যমকে বলেন, “হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।” তবে কারা এবং কেন এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তদন্ত চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×