বোরকা পরে নারী সেজে পালানোর চেষ্টায় রোহিঙ্গা যুবক আটক


বোরকা পরে নারী সেজে পালানোর চেষ্টায় রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে নারী ছদ্মবেশে পুলিশের চোখ ফাঁকি দিতে গিয়ে ধরা পড়েছে এক রোহিঙ্গা যুবক। বুধবার সন্ধ্যায় টেকনাফের শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম রশিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, রশিদ বোরকা ও মোজা পরে সম্পূর্ণ নারীর সাজে ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিলেন। এতে তার উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যাওয়া এবং হয়তো অপহরণ কিংবা অন্য কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত হওয়া।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, শালবাগান চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় বোরকা পরা একজনকে সন্দেহ হলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা থাকায় পুলিশ আরও সতর্ক হয়। এক পর্যায়ে বোঝা যায়, তিনি আসলে একজন পুরুষ।

ওসি আরও জানান, নিজেকে নারী সাজিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দিতে চেয়েছিলেন ওই রোহিঙ্গা যুবক। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×