দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা, মহাসড়ক অবরুদ্ধ
- দিনাজপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৩৯ পিএম, ২২ জুলাই ২০২৫

শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে বোর্ডের সামনের দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করায় রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে সমবেত হন। কিছুক্ষণ পর তারা বোর্ড ভবনের মূল ফটকে তালা লাগিয়ে ভেতরের কর্মকর্তাদের অবরুদ্ধ করে ফেলেন। এরই ধারাবাহিকতায় তারা শিক্ষা বোর্ডের সামনে মহাসড়কে অবস্থান নেন, ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এর আগে শিক্ষার্থীরা প্রথমে দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি জানান, “শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” তবে তার আশ্বাস সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের দাবি থেকে সরে আসেননি।
উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আন্দোলন সংগঠকদের অন্যতম বাদশা আল কাওসার বলেন, “শিক্ষার্থীদের মর্মান্তিক ঘটনার পরও শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা পরীক্ষা বন্ধ রাখেননি, এটি একটি অমানবিক কার্যক্রম। শিক্ষা উপদেষ্টার পদক্ষেপ ও এই ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে। এই ঘটনায় আমরা একটি স্মারকলিপি দিচ্ছি।”
শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে পুরো এলাকায় চরম যানজট ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চললেও আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন।