কারাগারে বন্ধুকে গাঁজা দিতে এসে ধরা, ১০ দিনের জেল
- হবিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১০:১৪ এম, ২০ জুলাই ২০২৫

হবিগঞ্জ জেলা কারাগারে জামা-কাপড়ের ভেতরে লুকিয়ে বন্ধুকে গাঁজা পৌঁছানোর চেষ্টাকালে মো. ফজলু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ১০ দিনের জেলা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
রাতে জেল সুপার মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ফজলু মিয়া জেলা শহরের মোহনপুর এলাকার মকবুল হোসেনের ছেলে।
জেল সুপার জানান, বিকেলে মো. ফজলু মিয়া কারাগারে থাকা এক বন্দির জন্য জামা-কাপড় নিয়ে আসেন। এ সময় কারারক্ষীরা তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটের সেলাই করা অংশে লুকানো অবস্থায় ১০ গ্রাম গাঁজা পান। তাৎক্ষণিক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এরপর ফজলু মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।