ঝিনাইদহ মহেশপুর সীমান্তে বিদেশী অস্ত্র গুলি উদ্ধার


ঝিনাইদহ মহেশপুর সীমান্তে বিদেশী অস্ত্র গুলি উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মাটিলা বিওপি এলাকার একটি বাগান থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক, বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাটিলা বিওপির সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তের পিলার ৫১/৬-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে জুলুলী গ্রামে একটি মোটরসাইকেল চ্যালেঞ্জ করা হয়। এ সময় চালক লিটন মিয়া (২১), যিনি স্থানীয়ভাবে ‘পিচ্চি লিটন’ নামে পরিচিত, মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটার গান ও কিছু গুলি। জব্দ করা হয় লিটনের ব্যবহৃত মোটরসাইকেলটিও। পলাতক লিটন মিয়া মহেশপুর উপজেলার জীবননগর পাড়ার বাসিন্দা ওলিয়ার রহমানের ছেলে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল মহেশপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, এখনো জব্দকৃত মালামাল থানায় পৌঁছায়নি। এগুলো হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×