চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ, ষড়যন্ত্র-অপপ্রচারের বিরুদ্ধে হুঁশিয়ারি
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:০২ পিএম, ১৪ জুলাই ২০২৫

গোপন সংগঠনের অপতৎপরতা, শিক্ষাঙ্গনে সুশিক্ষার পরিবেশ নষ্ট ও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদল এই কর্মসূচি পালন করে। সাহিত্য পরিষদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি কবরী রোড হয়ে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে অপপ্রচারে লিপ্ত। বক্তারা দাবি করেন, এ মহলটি ১৯৭১ সালের পরাজিত শক্তির উত্তরসূরি এবং জাতিকে বিভ্রান্ত করতে চায়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি নেতৃত্বকে নিয়ে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড ঘটলে চুয়াডাঙ্গা থেকেই গণআন্দোলনের সূত্রপাত হবে এবং তখন কেউ রেহাই পাবে না।
তারা আরও বলেন, বিএনপি জনগণের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দলের কেউ যদি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে দল সেই কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সহ-সভাপতি তৌফিক এলাহী, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।