বিএনপিকে চাঁদাবাজ হিসেবে প্রমাণ করতে ষড়যন্ত্র চলছে: দুলু
- নাটোর প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৩৯ পিএম, ১২ জুলাই ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি মহল বিএনপিকে বিতর্কিত ও চাঁদাবাজ হিসেবে প্রমাণ করতে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের উপর দমন–পীড়ন চালিয়েছে।
শনিবার (১২ জুলাই) নাটোর জেলা শ্রমিক দলের আয়োজনে জুলাই অভ্যুত্থান ও শহীদদের স্মরণে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।
দুলু বলেন, “বিএনপি কখনোই চাঁদাবাজি বা সন্ত্রাসের রাজনীতিকে প্রশ্রয় দেয়নি। বরং সাম্প্রতিক এক হত্যাকাণ্ডে দলের সংশ্লিষ্টতার অভিযোগ উঠতেই সংশ্লিষ্টদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “জাতীয় নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এমন অভিযোগ তোলা হচ্ছে। অথচ বাস্তবে বিএনপি এখনও নিপীড়নের শিকার, এখনো মজলুম।”
বিএনপির অভ্যন্তরে সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে দুলু বলেন, “বেগম খালেদা জিয়া কখনো অন্যায়কারীদের প্রশ্রয় দেননি, ভবিষ্যতেও দেবেন না। বিএনপিতে চাঁদাবাজ ও মাস্তানদের কোনো ঠাঁই নেই।”
শ্রমিকদের অধিকার নিয়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। তারেক রহমানের ৩১ দফায় শ্রমিকদের বেতন কাঠামো বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রতিশ্রুতি রয়েছে।”
জুলাই অভ্যুত্থানে শ্রমজীবী মানুষের অবদানের কথা স্মরণ করে দুলু বলেন, “আন্দোলনের সময়ে আহত ছাত্রদের রিকশাচালক ও ভ্যানচালকরা হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। দেশের সাধারণ মানুষ এসব শ্রমিকদের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ও জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু।