বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক


বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মহিদুল মণ্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দুপুরে তাকে অনুপ্রবেশ আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে মহিদুলকে আটক করা হয়। আটককৃত মহিদুল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সুরত মণ্ডল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দক্ষিণপাড়া ও বিরিশিরি এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন তারা। জবাবে মহিদুল নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন এবং জানান, তিনি কয়েকজন বাংলাদেশির সঙ্গে কাজের উদ্দেশ্যে প্রায় ১৫-১৬ দিন আগে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন।

এ তথ্য জানার পর স্থানীয়রা বিষয়টি দুর্গাপুর উপজেলা প্রশাসন ও থানায় অবহিত করলে পুলিশ এসে মহিদুলকে আটক করে থানায় নিয়ে যায়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করেছে এবং আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×