সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফয়জুল করীম


সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফয়জুল করীম

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে প্রশাসনিক ও কাঠামোগত সংস্কার অপরিহার্য। শুধু নেতৃত্ব কিংবা রাজনৈতিক দলের পরিবর্তন হলে শান্তি প্রতিষ্ঠিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় ইসলামী আন্দোলন আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি। কিন্তু দেশে এখনো প্রকৃত সংস্কার হয়নি। আমরা কেবল মুখ বদলাই, কিন্তু চরিত্রের পরিবর্তন হয় না। একজন চাঁদাবাজের জায়গায় আরেক চাঁদাবাজ বসে এতে করে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না।”

ফয়জুল করীম আরও বলেন, দেশে নীতি ও আদর্শ ফিরিয়ে আনতে হলে চরিত্রবান ব্যক্তিদের নেতৃত্বে আনতে হবে। প্রশাসন ও নির্বাচনী ব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে।

তিনি সংসদ গঠনে বর্তমান পদ্ধতির পরিবর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) ভিত্তিক নির্বাচনের পক্ষে মত দেন। তার মতে, PR পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সব মতাদর্শের মানুষ জাতীয় সংসদে প্রবেশের সুযোগ পাবে, ফলে একটি বহুমতের প্রতিনিধিত্বমূলক সংসদ গড়ে উঠবে। এতে করে রাজনৈতিক অস্থিরতা ও হরতালের প্রয়োজন হবে না।

বিএনপিকে উদ্দেশ করে ফয়জুল করীম বলেন, “দেশে ব্যবসা-বাণিজ্য অচল, নারীরা নিরাপত্তাহীন। বিএনপি ক্ষমতায় গিয়ে ৯ মাসে দেড়শ মানুষ খুন করেছে। চাঁদা তোলে পল্টনে, আর চলে যায় লন্ডনে  এটি দেখতেই কি আমাদের আন্দোলন?

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করে তিনি বলেন, “আমাদের প্রস্তাব প্রথমে স্থানীয় নির্বাচন করে দেখা হোক। যদি সেসব নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী হওয়া যাবে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের কুষ্টিয়া-৪ আসনের মনোনীত প্রার্থী এবং খোকসা উপজেলা সভাপতি আনোয়ার খাঁন। সমাবেশটি আয়োজন করে কুমারখালী ও খোকসা উপজেলা ইসলামী আন্দোলন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×