‘জুলাই স্মৃতি স্তম্ভ বানাতে’ ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৩৩ পিএম, ০৮ জুলাই ২০২৫

জামালপুর শহরের ‘বিজয় চত্বর’ ভেঙে ফেলা হচ্ছে। সেখানে জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ স্থাপন করা হবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা জানিয়েছেন।
মঙ্গলবার সকালে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেখের ভিটা এলাকায় বিজয় চত্বরের মূল স্তম্ভটি ভাঙা শুরু হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ন সদস্যা সচিব আমিমুল ইহসান সাংবাদিকদের বলেন, “জুলাই স্মৃতি স্তম্ভ করতেই এই চত্বর ভেঙে ফেলা হচ্ছে।”
এ বিষয়ে জানতে জামালপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাসের মোবাইল ফোনে একধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে ৭ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালে বিজয় চত্বর নির্মাণ করা হয় ৷ সে সময় স্থাপনাটির নাম দেওয়া হয়েছিল ‘মির্জা আজম চত্বর’।
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই চত্বরের নামকরণ করা হয় বিজয় চত্বর।