জামালপুরে নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন


জামালপুরে নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন

নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রোববার বিকালে উপজেলার পালবন্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আবদুল হালিম।

তিনি বলেন, যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙনে ইসলামপুরে দীর্ঘদিন ধরে মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে।

তিনি আরো বলেন, নদীভাঙনে অনেক পরিবার গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের ঘরবাড়ি ও সহায়-সম্পদ নদীতে বিলীন হয়ে গেছে।

ভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×