জয়পুরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


saurav/water.jpg

জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুদের একজন ছয় বছরের আবির হোসেন, যার পিতা হারুনুর রশিদ হারুজ; অপরজন সাত বছরের হুমাইরা আক্তার, হাবিবের কন্যা। দুজনই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে খেলতে বের হয় শিশু দুটি। খেলার সময় তারা একটি পুকুরপাড়ে যায় এবং সেখানেই পানিতে পড়ে যায়। অনেকক্ষণ পর আশেপাশের লোকজন তাদের খুঁজে না পেয়ে পুকুর থেকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার ওসি নাজমুল কাদের জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 

ঢাকাওয়াচ/এমএস

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×