পবিত্র আশুরায় হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ


পবিত্র আশুরায় হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দরের অভ্যন্তরে সব ধরনের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলছে।

পবিত্র আশুরা উপলক্ষে রোববার (৬ জুলাই) সকাল থেকে বন্দরটির সব কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন।

তিনি বলেন, ‘পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সোমবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি ও বন্দরের অন্যান্য কার্যক্রম চালু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আমরা সব পাসপোর্টধারী যাত্রীদের পাসপোর্ট যাচাই করে নির্বিঘ্ন যাতায়াতে সহযোগিতা করছি।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×