পাবনায় ধর্ষণ মামলার প্রধান আসামি আলেপ চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:২৩ পিএম, ১৩ জুন ২০২৫

পাবনার বেড়ায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আলেপকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নের জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৫ ব্যাটালিয়ন।
অভিযুক্ত আলেপ পাবনার বেড়া থানার বৃশালিকা গ্রামের বাসিন্দা। ধর্ষণের ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১৭ মে দুপুরে শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে পাশের রাস্তায় খেলতে যায়। এ সময় অভিযুক্ত আলেপ তাকে একা পেয়ে ৫০ টাকার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্নাকাটি করে বিষয়টি তার মাকে জানালে ভুক্তভোগী শিশুটির মা ওই দিনই বেড়া ধানায় আলেপের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।
ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত আলেপ। গত বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। এরই মধ্যে তাকে মামলার তদন্ত কর্মকর্তার (আইও) নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।