তিন সীমান্ত দিয়ে ভারত থেকে নারী ও শিশুসহ ৬৬ ব্যক্তির অনুপ্রবেশ


তিন সীমান্ত দিয়ে ভারত থেকে নারী ও শিশুসহ ৬৬ ব্যক্তির অনুপ্রবেশ

খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি উপজেলার তিন সীমান্ত দিয়ে ৬৬ ব্যক্তিকে অবৈধভাবে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫ টার দিকে মাটিরাঙার গোমতির পলাশপুর সীমান্ত দিয়ে ২৭ জন নারী শিশু ও পুরুষকে পুশইন করা হয়।

স্থানীয়রা জানায়, ভোরে একদল নারী, পুরুষ ও শিশু পলাশপুর গ্রামে আসেন। তারা জানায়, বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশইন করিয়ে দেয়। স্থানীয়রা তাদের একটি বাড়িতে রেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা এসে তাদের হেফাজতে নেয়।
 
এ দিকে মাটিরাঙার তাইন্দং ও পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে আরও প্রায় ৩৯ জন ব্যক্তিকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করায় বিএসএফ। এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলেনি বিজিবির কোন কর্মকর্তা।

খাগড়াছড়ির জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নাজমুন আরা সুলতানা জানান, বুধবার বিকেল পর্যন্ত তিন সীমান্ত দিয়ে ৬৬ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত হয়নি তবে মানবিক বিবেচনায় তাদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×