রোয়াংছড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ


রোয়াংছড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় খিয়াং জনগোষ্ঠীর মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে (১৬) ধর্ষণের অ‌ভি‌যোগ উঠে‌ছে। এ ঘটনায় মো. জামাল হোসেন (৩২) নামে এক নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। 

সোমবার (১০ মার্চ) উপজেলার খামতাং পাড়ায় এ ঘটনা ঘটে। আটক জামাল হোসেন (৩২) বরিশালের মো. নজরুল ইসলামের ছেলে। রোয়াংছড়ি-রুমা সড়কে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিল সে।

পাড়ার বাসিন্দারা জানান, মানসিক ভারসাম্যহীন ওই কিশোরী সবসময় পাড়ার আশপাশে ঘোরাঘুরি করতো। সোমবার সন্ধ্যায় জামাল হোসেন খামতাং পাড়া থেকে ওই কিশোরীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। কিশোরীর চিৎকার শুনে পাড়ার লোকজন গিয়ে উদ্ধার করেন। এ সময় জামাল পালিয়ে যায়। মঙ্গলবার সকালে সড়কের কাজে নিয়োজিত অন্যান্য শ্রমিক তাকে আটক করে পাড়াবাসীর কাছে তুলে দেন। পাড়াবাসী জামালকে একটি স্কুলে আটকে রেখে রোয়াংছড়ি থানায় খবর দিলে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) আবদুল করিম বলেন, ‘অভিযুক্ত নির্মাণশ্রমিককে পাড়াবাসী পুলিশে সোপর্দ করেছেন। তার বিরু‌দ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। তাদের মামলা করতে বলা হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×