২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস ভর্তি ফ্রিজিং কাভার্ড ভ্যান জব্দ


২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস ভর্তি ফ্রিজিং কাভার্ড ভ্যান জব্দ

ভারত থেকে অবৈধভাবে আনা দুই হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর গোশত জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৯ জানুয়ারি) ভোর পৌনের ৪টার দিকে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সমশ্চুড়া সীমান্ত গ্রাম থেকে গরুর মাংস ভর্তি ফ্রিজিং কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রামে অভিযান চালিয়ে এসব গোশত জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, বুধবার ভোরে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের ঝিনাইগাতীর হলদীগ্রাম বিওপি এলাকায় সীমান্ত পিলার ১১১০/এমপি'র পাশে সমুশচূড়া গ্রাম হতে এসব গোশত জব্দ করা হয়। সে সময় চোরাকারবারীরা অভিনব পন্থায় ফ্রিজিং কাভার্ড ভ্যানযোগে ভারতীয় গরুর মাংস অবৈধভাবে নিয়ে আসছিল। হলদীগ্রাম বিওপির বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুই হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর গোশত জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ পাঁচ হাজার টাকা। এ সময় ফ্রিজিং কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যায়। 

হলদীগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আউয়াল বলেন, শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত  সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে। এমন অভিযান অব্যহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×