
রাজধানীর শাহবাগে সকাল থেকেই বিক্ষোভ চলছেই, যেখানে আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষও। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মারা যাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে।
এই বিক্ষোভে অংশ নিতে এসে সরাসরি খাদ্য সহায়তা নিয়ে হাজির হয়েছেন ৬০ বছর বয়সী গৃহিণী রাশিদা রহমান। রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে নিজের জমানো টাকা দিয়ে কলা, পাউরুটি, খেজুর ও শুকনো খাবার সংগ্রহ করে তিনি শাহবাগে পৌঁছান। তিনি বলেন, ‘আমার সন্তানতুল্য ছেলে মারা গেছে। সারা রাত ঘুমাতে পারিনি। ওর মুখটা চোখের সামনে ভাসছে। সকালে উঠেই নিজের জমানো টাকা দিয়ে খাবারগুলো কিনেছি। ওসমান হাদি হত্যার প্রতিবাদকারীদের মাঝে খাবারগুলো বিতরণ করব।’
শাহবাগের বাতাস এখন বিক্ষোভকারীদের কণ্ঠস্বরের তাপে মুখর। তারা ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ এমন স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। কেউ মিছিলের সঙ্গে যোগ দিচ্ছেন, আবার অনেকে নিজ নিজ উদ্যোগে এসে অংশ নিচ্ছেন।
শনিরআখড়া থেকে আসা মাদরাসা শিক্ষার্থী আশফাকুর রহমানও শাহবাগে বিক্ষোভে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘ওসমান হাদির মতো সাহসী দেশপ্রেমিকে হারিয়ে আমরা শোকাহত। আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে চলে এসেছি।’
শাহবাগের এই বিক্ষোভে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী পর্যন্ত সবাই একত্র হয়ে দেশের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন, আর কিছু মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য ও সহায়তা দিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছেন।