
রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আলামিন হোসেন রায়হান (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লা দক্ষিণ জেলার লাকসাম উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালেই মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত আল-আমিন কুমিল্লার লাকসাম উপজেলার নগরীপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার ১৮ নম্বর রোডের ই-ব্লকের ৩১৮ নম্বর বাসার চিলেকোঠায় বসবাস করতেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গতকাল রাতে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তিনি একটি গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।”
ওসি আরও জানান, মরদেহের সঙ্গে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। আলামিন পূর্বে একবার বিয়ে করেছিলেন, পরে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি পুনরায় বিয়ে করেছিলেন। এই বিষয়গুলো নিয়ে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধরছে।