মাভাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনে উচ্চস্তরের কমিটি প্রণয়ন
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৪৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) দীর্ঘদিনের দাবির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশেষে কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের উদ্যোগ নিয়েছে। ২৫০তম সিন্ডিকেট সভার (২৭ আগস্ট) সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্র সংসদ প্রতিষ্ঠার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি উচ্চতর কমিটি গঠন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা: তোহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। রিজেন্ট বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকদের নিয়ে গঠিত এই কমিটিতে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে কমিটির কার্যপরিধি তিনটি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে:
১. বিশ্ববিদ্যালয়ের আইন ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে ছাত্র সংসদ প্রতিষ্ঠার বিষয়টি মূল্যায়ন করা।
২. কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের বিষয়ে মতামত ও সুপারিশ প্রেরণ।
৩. কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন।
এর আগে ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। তবে কমিটি ঘোষণার পর আপাতত অনশন স্থগিত রয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা শুধু কমিটি গঠনে সন্তুষ্ট নন, বরং দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবিতে রয়েছেন।
ছাত্র সংসদের দাবিতে গত আগস্টে আমরণ অনশনে অংশ নেওয়া শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু বলেন, “আমরা দীর্ঘদিন যাবৎ ছাত্র সংসদ প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি উচ্চতর কমিটি গঠন করলেও কমিটির কার্যপরিধিতে নির্বাচনী রোডম্যাপ তৈরীর কোন নির্দেশনা নেই। আমরা আগামী শনিবার পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা না হলে আমরা আবারও কঠোর আন্দোলনে যাব।”
অন্য এক আন্দোলনকারী শিক্ষার্থী তুষার আহমেদ বলেন, “ছাত্র সংসদ ছাড়া শিক্ষার্থীদের কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম নেই। প্রশাসনের এই উদ্যোগ ইতিবাচক হলেও কবে নির্বাচন হবে তা পরিষ্কার নয়। আমরা চাই দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দেওয়া হোক।”
এই বিষয়ে শিক্ষক পরিচালক ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম জানান, “ছাত্র সংসদের জন্য ইতিমধ্যে একটি উচ্চতর কমিটি গঠন হয়েছে। আমরা দ্রুততম সময়ে আমাদের কার্যপরিধি নিয়ে কাজ করব। শিক্ষার্থীরা নির্বাচনের রোডম্যাপ জানতে চাইলে আমি তাদের জানিয়েছি, কমিটির সভায় বিষয়টি আলোচিত হবে।”
শিক্ষার্থীরা মনে করছেন, এই কমিটি ছাত্র সংসদ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও সুনির্দিষ্ট নির্বাচন তারিখ ঘোষণা ছাড়া তাদের আন্দোলনের লক্ষ্য পূর্ণ হবে না।