উপাচার্যের আশ্বাসে ববি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার
- ববি প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৫৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে টানা ২৫ ঘণ্টা ধরে চলা শিক্ষার্থীদের অনশন শেষ হয়েছে উপাচার্যের লিখিত প্রতিশ্রুতির মাধ্যমে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম শিক্ষার্থীদের দাবিগুলো ১৫ দিনের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।
আশ্বাসপত্র হাতে পাওয়ার পর শিক্ষার্থীরা অনশন ভেঙে উল্লাস প্রকাশ করেন। এ সময় উপাচার্য নিজ হাতে তাঁদের জুস খাইয়ে অনশন ভাঙান এবং শিক্ষার্থীদের আলিঙ্গন করে পাশে থাকার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয় উন্নয়নকেন্দ্রিক শিক্ষার্থীদের চার দফা দাবি ছিলঃ
পিডি নিয়োগ: নিয়োগের পর ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে।
বাসের সংখ্যা বৃদ্ধি: আগামী মঙ্গলবার থেকে রুটভিত্তিক সিট সংকট নিরূপণ করে নতুন বাস সংযোজন করা হবে।
অ্যাম্বুলেন্স ক্রয়: অতিরিক্ত একটি অ্যাম্বুলেন্স কেনার জন্য রবিবার মন্ত্রণালয়ে বিশেষ আবেদনপত্র জমা দেওয়া হবে।
জমির পুনঃমূল্যায়ন: আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় জমির পুনঃমূল্যায়ন সম্পন্ন করা হবে।
শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।