লক্ষ্মীপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে ববি ক্যাম্পাসে মশাল মিছিল


লক্ষ্মীপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে ববি ক্যাম্পাসে মশাল মিছিল

লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করে সাত দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল আয়োজন করে জুলাই জাগ্রত মঞ্চ। মিছিল শেষে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রশাসনিক ভবন-১ এর নিচতলা থেকে মিছিলটি শুরু হয়। এরপর এটি বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট হয়ে ২ নম্বর গেট প্রদক্ষিণ করে আবার মূল ভবনের সামনে এসে শেষ হয়। 

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন:

“ধর্ষকের আস্তানা, এই বাংলায় হবে না”
“আমার বোন ধর্ষিতা কেন, আসিফ নজরুল জবাব দে”
“জনগণের কলরবে, ধর্ষকের পতন হবে”

ঘটনার পটভূমিতে জানা যায়, গত ২৩ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখ চেপে মাইক্রোবাসে তুলে নেয়া হয় ওই কিশোরীকে। অভিযুক্ত জয় কুড়িসহ কয়েকজন তাকে সাত দিন আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন চালায়। পরে ৩০ আগস্ট শনিবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে যায় তারা।

মিছিলে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. বিপ্লব বলেন, “গত জুলাই থেকে এখন পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, তার একটিরও বিচার হয়নি। বিচার বিলম্বিত হলে পরে ঘটনাগুলো উপেক্ষিত হয়। তাই দ্রুত সময়ে সব ধর্ষণের বিচার শেষ করতে হবে।”

একই সঙ্গে দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন, “ধর্ষক, নির্বাক প্রশাসন আর নীরব মূলধারার মিডিয়াকে সতর্ক করতেই আমাদের এই মশাল মিছিল। আমরা ধর্ষিত বোনের ন্যায়বিচার চাই, চাই দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা নিরাপদ দেশের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে দেশ যেন অসুরের হাতে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×