দাবি আদায়ে গণঅনশনের ঘোষণা দিল ববি শিক্ষার্থীরা
- ববি প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৩৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার কঠোর কর্মসূচিতে যাচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট সমাধানের দাবিতে তারা গণঅনশনের ঘোষণা দিয়েছে। দীর্ঘ ৩৭ দিনের ধারাবাহিক আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নেন।
গত ২৮ জুলাই শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। পরদিন সংবাদ সম্মেলনে তারা তিন দফা দাবি উত্থাপন করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে আসছিলেন তারা।
শিক্ষার্থীদের উত্থাপিত ৩ দফা দাবি হলো:
১. দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন,
২. ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি,
৩. সব শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা আবারও একই দাবিতে মানববন্ধন ও মিছিল করেন এবং বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে মহাসড়ক অবরোধ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকটের মতো মৌলিক সমস্যায় ভোগা সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ফলে তাদের আন্দোলন দীর্ঘায়িত হচ্ছে। পরবর্তীতে জনদুর্ভোগ এড়াতে তারা সড়ক অবরোধের পরিবর্তে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন, “আমরা অনেক দিন ধরে আন্দোলন করছি। সরকার যেন আমাদের এই মৌলিক অধিকারগুলো পূরণ করে। কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে জনদুর্ভোগ না হয় সে জন্য সড়ক অবরোধ বাদ দিয়ে আমরা গণ অনশনে যাব।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, “আমরা দীর্ঘ ৩৭ দিন আন্দোলন করলেও সরকার পক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। ইউজিসি ও মন্ত্রণালয়ের কাছে আমাদের যে দাবি ছিল, তা পূরণ করা হয়নি এবং আমাদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। তাই আমরা অনশনের ডাক দিয়েছি। অনশনে বসার পর শিক্ষার্থীদের সাথে কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।”