পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে  একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা


পবিপ্রবিতে ৩৪ দিনের আন্দোলন শেষে  একক কম্বাইন্ড ডিগ্রির ঘোষণা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দীর্ঘদিন ধরে চলমান শিক্ষার্থী আন্দোলনের পর অবশেষে কম্বাইন্ড ডিগ্রি ‘বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ’ অনুমোদিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি (৫৪তম) সভায় সর্বসম্মতিক্রমে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার ও কাউন্সিলের সদস্য-সচিব প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন।

সভায় এএনএসভিএম অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং অ্যানিমেল হাজবেন্ড্রি (বিএসসি এএইচ) দুটি পৃথক ডিগ্রিকে একত্রিত করে নতুন কম্বাইন্ড ডিগ্রি চালুর সিদ্ধান্ত অনুমোদিত হয়।

সভাশেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আমাদের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার একটাই এজেন্ডা ছিল বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ। সভায় শতভাগ ভোটে কম্বাইন্ড ডিগ্রির অনুমোদন দেওয়া হয়েছে। এই মুহূর্ত থেকে পবিপ্রবির এএনএসভিএম অনুষদে এক ডিগ্রি ‘বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ’ ঘোষণা করা হলো। প্রাণি সম্পদ সেক্টরকে এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।"

তিনি আরও শিক্ষার্থীদের সকল আন্দোলন স্থগিত রেখে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে নতুন একাডেমিক রূপরেখা তৈরি করার আশ্বাস দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আবু বক্কর সিদ্দিক বলেন, "বিশ্ববিদ্যালয়ের এই যুগোপযোগী সিদ্ধান্তে আমরা অত্যন্ত আনন্দিত। প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্ত থেকে সকল আন্দোলন প্রত্যাহার করছি। দীর্ঘ একমাস চলা আন্দোলনে প্রশাসনকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করার জন্য ক্ষমা প্রার্থনা করছি।"

উল্লেখ্য, ৩০ জুলাই পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিলেন। এর পর ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে এবং ৩১ আগস্ট এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×