রাজনীতি নিষিদ্ধ কুবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


রাজনীতি নিষিদ্ধ কুবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশ থেকে শুরু হওয়া এ মিছিলে উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ সংগঠনের প্রায় ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী। মিছিলটি প্রধান ফটক হয়ে ক্যাম্পাসে প্রবেশ করে গোল চত্বর ঘুরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে আবার প্রধান ফটকে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ এবং যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার ও আতিকুর রহমান।

মিছিলের কারণ জানতে চাইলে যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বলেন, "এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। আমাদের একটা বোনকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদ করেছি আমরা। যদিও ছাত্রদলের ব্যানারে আমরা মিছিল করেছি তবে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। সাধারণ শিক্ষার্থী হিসেবে সবার উচিত এমন ঘটনার প্রতিবাদ করা।"

সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, "স্বৈরাচারী সরকারের আমলে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। শিক্ষার্থীদের স্বার্থে রাজনৈতিক প্রোগ্রাম যৌক্তিক বলেই মনে করি।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম জানান, "তারা কোনো অনুমতি নেয়নি। বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। আগামীকাল সকাল ১১টায় মিটিং ডাকা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হবে।"

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×