অছাত্ররা ফুল দিতে পারবেন না জাবির শহীদ মিনারে


15Feb Naeem/ju-dw.jpg

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতে পারবেন না অছাত্ররা। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমান সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ছাত্র সংগঠনগুলোর ব্যানারে (যাদের ছাত্রত্ব আছে) শিক্ষার্থীরা (আইডি কার্ড সঙ্গে রাখা সাপেক্ষে) শহীদ মিনারে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এলে প্রক্টরিয়াল বডি ও শৃঙ্খলা কমিটি তাদের সার্বিক সহযোগিতা করবে।

তবে কোনো ছাত্রসংগঠন বা রাজনৈতিক সংগঠন কোনো প্রকার উস্কানিমূলক স্লোগান দিতে পারবেন না বলে জানানো হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×