১৫ দিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ


Feb 2025/JU busstand.webp

১৫ দিনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে বাস ও লেগুনা স্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাস ও লেগুনা স্ট্যান্ড সরানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের সামনে যানজট ও নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে বাস ও লেগুনা ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র কল্যাণ পরিচালক ড. কে এম রিফাত হোসেনসহ সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও, লালবাগ জোনের ডিসি (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, আদালত পাড়ার দায়িত্বে এডিসি মাঈন উদ্দিন চৌধুরী, কোতয়ালী জোনের এসি মো. ফজলুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করা যাচ্ছে। 

সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের সামনে যানজট ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×