
‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে ময়মনসিংহে এসে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অসুস্থতা অনুভব করার পর সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় নগরীর নেক্সাস নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালটির ব্যবস্থাপক মৃদুল কুমার সরকার জানান, “জ্বর, সর্দি, কাশি ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন হাসনাত আব্দুল্লাহ। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার সব রিপোর্ট স্বাভাবিক পাওয়া গেছে।”
এর আগে ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে আয়োজিত একটি গণজমায়েতে বক্তৃতা শেষে তিনি কিছুটা দুর্বলতা অনুভব করেন। নাহিদ ইসলামের বক্তব্য শুরু হওয়ার আগেই তিনি মঞ্চ ত্যাগ করেন এবং নেতাকর্মীদের নিরাপত্তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি হাসপাতাল ছেড়ে যান।