
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গুম মামলার বিচারের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য কৃত্রিম হাইপ সৃষ্টি করা হচ্ছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, গত ২৩ ডিসেম্বর র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সময় চাওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও আসামিপক্ষের আইনজীবী তাবারক হোসেন ভূঁইয়ার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এক পর্যায়ে ট্রাইব্যুনাল তাজুল ইসলাদের প্রতি উষ্মা প্রকাশ করে।
এই বিষয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার-১৯৭২-এর আর্টিকেল ২৬ স্পষ্টভাবে বলে, চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের পদে দায়িত্ব পালন করেন। সেই পদমর্যাদা অনুযায়ী আদালতে আমার উপস্থিতিতে কোনো আইনজীবী যুক্তিতর্ক করতে পারবে না। আমি দাঁড়ালে তারা কথা বলতে পারবেন না। আমি বসলে তারা তখনই যুক্তি উপস্থাপন করতে পারবেন।”
তিনি আরও বলেন, “কিন্তু তারা সেই শিষ্টাচার (ডিসেন্সিটা) রক্ষা করেননি। উল্টো গণমাধ্যমের সামনে অভিযোগ তুলে হাইপ তৈরি করেছেন। এটা আসলে বিচারের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা।”