
বগুড়া শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনে ইকবাল বাহার (৩০) নামের এক ক্যাশিয়ারকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এ হত্যাকাণ্ডের পর তার মরদেহ পাম্পের ভেতরের একটি কক্ষে ফেলে রেখে যায় তারা।
রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ইকবাল সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল গত চার বছর ধরে ওই ফিলিং স্টেশনে চাকরি করছিলেন। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে শহরের কাটনারপাড়া এলাকায় বসবাস করতেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান সাংবাদিকদের বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ ইতোমধ্যেই মাঠে নেমেছে।”