
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে, র্যাব আরও দু’জনকে আটক করেছে, যদিও তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে সশস্ত্র হামলায় হত্যা করা হয়। হামলাকারীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মাহমুদুল ও রবিনকে। গ্রেপ্তারকালে রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি মুখপাত্র আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পুরোনো শত্রুতার কারণেই হত্যাকাণ্ডটি ঘটে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।